নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারি, সুষ্ঠু ভোটে রাজনৈতিক সহযোগিতা চাইলেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম পর্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) একটি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন ভবন (Nirbachon Bhaban)-এর সম্মেলন কক্ষে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন সিইসি নিজেই।

উপস্থিত ছিলেন আরও চারজন নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংলাপের সূচনালগ্নেই সিইসি বলেন, “নির্বাচনে আমরা থাকবো নিরপেক্ষ রেফারির ভূমিকায়, খেলবেন আপনারা। আপনাদের সহযোগিতা ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব না।”

তিনি জানান, বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৪টি। এদের প্রত্যেকেই নির্বাচন কমিশনের কাছে সমান মর্যাদা পায়। “আমাদের কাছে ছোট-বড় বলে কিছু নেই। আজ আপনাদের সুচিন্তিত মতামত চাই,”—বলেন সিইসি।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি জানান, “গত পরশু আমরা আচরণবিধি গেজেট আকারে প্রকাশ করেছি। তাতে পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এখনো ঢাকা শহরের আনাচে-কানাচে পোস্টার ঝুলে আছে। এগুলো আপনাদেরই সরাতে হবে, কারণ আচরণবিধি আপনাদের জন্যই প্রণয়ন করা হয়েছে।”

নির্বাচন আয়োজনের পেছনে যে পরিশ্রম ও চাপ রয়েছে, তা উল্লেখ করে সিইসি বলেন, “এই নির্বাচন করতে গিয়ে আমাদের উপর অতিরিক্ত কাজ এসে গেছে। যুদ্ধ কত দিক থেকে করতে হবে বা হচ্ছে—তা আমরা জানি। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা একান্ত প্রয়োজন।”

তাঁর কথায় ছিল বাস্তবতার কঠিন ছাপ, আর ছিল রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের খোলামেলা আহ্বান—দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে সহযোগিতার অনুরোধ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *