বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-র পক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনাজপুর শিশু একাডেমিতে এক জরুরি সভার আয়োজন করে জেলা বিএনপি।
সভায় জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁর পক্ষে মাঠে প্রচারণা চালাবেন জেলা ও উপজেলার নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন (Dr. AZM Zahid Hossain)।
সভায় সিদ্ধান্ত হয়, একই দিন প্রতিটি মসজিদে বিএনপির ঘোষিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হবে। এছাড়া পরবর্তী কয়েক দিনের মধ্যে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিয়ে আরও একটি বড় পরিসরের বৈঠক আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে প্যারাডাইস কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বেগম খালেদা জিয়ার সম্মানে প্রধান অতিথির আসন ফাঁকা রাখা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রচারণার সূচনা করেন ডা. জাহিদ হোসেন।
এসময় তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)-এর ঘোষণায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের যে সিদ্ধান্ত এসেছে, তা সময়োপযোগী ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন। এতে রাষ্ট্রের অর্থের সাশ্রয়ও হবে।”
জাহিদ হোসেন আরও বলেন, “জনগণ ভোট দিতে গেলে আলাদা ব্যালট থাকবে। এতে করে সময় এবং অর্থ উভয়ই বাঁচবে। তাই যারা এই বিষয়ে পানি ঘোলা করতে চায়, তারা সঠিক কাজ করছে না।”
তিনি জামায়াতে ইসলামীর উদ্দেশে বলেন, “তারা এতদিন কোনো প্রস্তাব দেয়নি। এখন হঠাৎ করে গণভোট, উচ্চকক্ষ ইত্যাদি চেয়ে স্বৈরাচারের পথ তৈরি করতে চাচ্ছে।”
তরুণ ভোটারদের নিয়ে দলীয় নেতাকর্মীদের বিশেষভাবে কাজ করার নির্দেশনা দিয়ে ডা. জাহিদ বলেন, “১২ কোটির মধ্যে প্রায় ৪ কোটি তরুণ ভোটার। তাদের অনেকেই বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেনি, বরং আন্দোলন-সংগ্রামে দেখেছে। তাই আমাদের আচরণ, কথা ও কর্মকাণ্ডে তারা কেমন বার্তা পাচ্ছে, তা গুরুত্বপূর্ণ।”
তিনি সতর্ক করে বলেন, “মানুষ আমাদের পছন্দ করলেই বিএনপি বিজয়ী হবে। সে জন্য এমনভাবে চলতে হবে যেন মানুষ আমাদের ভালোবাসে, বিশ্বাস করে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আবু বকর সিদ্দিক এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম।


