দেশের অর্ধেক নারী—তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়: সেনাপ্রধান

দেশের অগ্রগতির কথা ভাবতে গেলে নারী সমাজকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই—এই বার্তাই তুলে ধরেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান (General Waker-Uz-Zaman)। শুক্রবার সকাল ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ (Joypurhat Girls’ Cadet College)-এর প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে।”

সেনাপ্রধান আরও বলেন, “আমরা বিভিন্ন জায়গায় নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন চাচ্ছি। নারীরা তাদের অবস্থান সুদৃঢ় করবে এবং দেশ-জাতি গঠনে আরও বেশি ভূমিকা রাখবে।” নারীদের এগিয়ে নিয়ে যেতে হলে তাদের মানসিক, নৈতিক ও শিক্ষাগত উন্নয়ন অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথমবারের মতো আয়োজিত হলো তিন দিনব্যাপী পুনর্মিলনী। শুক্রবার ছিল দ্বিতীয় দিন। দিনটির অন্যতম আকর্ষণ ছিল পুনর্মিলনী প্যারেড, যেখানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান প্যারেডের সালাম গ্রহণ করেন এবং বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা কামনা করেন।

তার বক্তব্যে নৈতিকতার গুরুত্বের প্রতি বিশেষভাবে জোর দিয়ে তিনি বলেন, “আমরা অনেকেই স্বশিক্ষিত হই কিন্তু সুশিক্ষিত হই না। ভালো রেজাল্ট, পিএইচডি অর্জনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে গেলেও নৈতিকতার অভাবে আমরা অনেক সময় ভালো কিছু করতে পারি না। নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ছাত্র বা ভালো রেজাল্ট হলেই হবে না, ভালো মানুষও হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল হক, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহাম্মেদ, সেনাপ্রধানের স্ত্রী কমলিকা জামান, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, কলেজের শিক্ষক-কর্মকর্তা, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *