বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (BNP) এখনো ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে সাতটি আসনে তাদের প্রার্থিতা চূড়ান্ত করতে পারেনি। আসনগুলো হলো: ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮ ও ঢাকা-২০। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন নির্ধারণে এখনো চলছে শেষ মুহূর্তের আলোচনা, যার পেছনে রয়েছে জোট রাজনীতি, যুগপৎ আন্দোলনের শরিকদের প্রতি প্রতিশ্রুতি, এবং অভ্যন্তরীণ কৌশলগত সিদ্ধান্ত।
ঢাকা-৭: মামুনুল হককে ছাড়ের চিন্তা
রাজধানীর লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচরের অংশ ও কোতোয়ালির অংশ নিয়ে গঠিত এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। আলোচনায় আছে এই আসনটি বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির মাওলানা মামুনুল হক (Maulana Mamunul Haque)–কে ছাড় দেওয়ার সম্ভাবনা। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দলটি।
ঢাকা-৯: আফরোজা আব্বাস নাকি অন্য কেউ?
সবুজবাগ, খিলগাঁও ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী হবে নাকি দলীয়, তা স্পষ্ট নয়। এই আসনে মনোনয়নপ্রত্যাশী আফরোজা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। তবে এবার ‘এক পরিবার, এক প্রার্থী’ নীতি থাকায় তাঁর মনোনয়ন অনিশ্চিত। যদি এই নীতিতে শিথিলতা আসে, তাহলে তিনিই এগিয়ে থাকতে পারেন।
একই আসনে মনোনয়ন চাইছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তাসনিম জারা। এনসিপির সঙ্গে আসন সমঝোতা হলে তাকেও বিএনপির সমর্থন দেওয়া হতে পারে।
ঢাকা-১০: আইনজীবী নাকি উপদেষ্টা?
ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে প্রার্থী হতে চান সুপ্রিম কোর্টের আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম (রবি)। অসীম দাবি করেছেন, “আমার আসনের ৪২ শতাংশ ভোটার আমাদের নোয়াখালী অঞ্চলের, যা আমার পক্ষে সুবিধাজনক।”
এই আসনে ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিএনপি আসন সমঝোতায় গেলে, তিনি পদ ছেড়ে এই আসন থেকে প্রার্থী হতে পারেন—এমন ইঙ্গিত থাকলেও কোনো চূড়ান্ত বক্তব্য দেননি।
ঢাকা-১৩: ববি হাজ্জাজের দিকেই ইঙ্গিত
মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের অংশবিশেষ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনয়ন দিতে পারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ-কে (Bobby Hajjaj)। তিনি এলাকায় পোস্টার লাগিয়ে প্রচারও শুরু করেছেন।
ঢাকা-১৭: আন্দালিভ রহমান পার্থকে ছাড়
গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনটি বিএনপি ছেড়ে দিচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ-কে (Andaleeve Rahman Partho)। তিনি নিজেই এলাকায় পোস্টার লাগিয়ে প্রার্থিতা জানিয়েছেন।
ঢাকা-১৮: সম্ভাব্য প্রার্থী চারজন, সিদ্ধান্ত অনিশ্চিত
উত্তরা ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে এখনো চূড়ান্ত হয়নি প্রার্থী। বিএনপি এখানেও জোটের শরিক দলকে মনোনয়ন দেবে কিনা, তা অনিশ্চিত। গতবার এই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)-র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রার্থী হয়েছিলেন। এবারও তার নাম আলোচনায় থাকলেও নিশ্চিত নয়। এ আসনে বিএনপির চার নেতার নাম শোনা যাচ্ছে: এস এম জাহাঙ্গীর হোসেন, মোস্তাফিজুর রহমান (সেগুন), এম কফিল উদ্দিন ও মোস্তফা জামান।
ঢাকা-২০: নেতৃত্বের লড়াই
ধামরাই উপজেলা নিয়ে গঠিত ঢাকা-২০ আসনে চারজন মনোনয়নপ্রত্যাশী আছেন: তমিজ উদ্দিন, ইয়াসিন ফেরদৌস (মুরাদ), সুলতানা আহমেদ ও নাজমুল হাসান (অভি)। এর মধ্যে তমিজ উদ্দিন ও ইয়াসিন ফেরদৌসের নাম নিয়েই বেশি আলোচনা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানিয়েছেন, অচিরেই খালি থাকা আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে। যেসব আসনে প্রার্থিতা নিয়ে বিতর্ক বা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেসব জায়গায় পরিবর্তনও আনা হতে পারে।


