শেখ হাসিনাকে নিয়ে মীর স্নিগ্ধের ক্ষোভ—“হাজারবার ফাঁসি দিলেও কম হবে”

জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ (Mir Mahbubur Rahman Snigdho) মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) যে অপরাধ করেছেন, তার জন্য তাকে “হাজার বার ফাঁসি দিলেও কম হবে।” সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মীর স্নিগ্ধ বলেন, “শেখ হাসিনার অন্যায়–অপরাধের বিচার ৫ আগস্টেই হয়ে গেছে। আদালতের আনুষ্ঠানিক রায়ের প্রকাশ এখন শুধু সময়ের অপেক্ষা। যে অপরাধ সে করেছে, তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও কম হবে।” তাঁর দাবি, গত ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর একমাত্র প্রত্যাশা—শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা।

অন্যদিকে, জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অন্যতম আসামি থেকে রাষ্ট্রপক্ষের সাক্ষীতে (রাজসাক্ষী) পরিণত হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন (Chowdhury Abdullah Al Mamun) সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন। কড়া নিরাপত্তার মধ্যেই প্রিজনভ্যানে করে তাকে আদালতে আনা হয়।

এই মামলায় পলাতক রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বেলা ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নেওয়া হয়েছে বহুস্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবি এবং সেনাবাহিনীর পাশাপাশি সক্রিয় রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *