ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর, প্রতিবেশী রাষ্ট্র ভারত (India) দিয়েছে সংযত প্রতিক্রিয়া। গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার এ রায় ঘোষণা করা হয়।
এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বিষয়টি অবগত রয়েছে ভারত।”
বিবৃতিতে ভারতের অবস্থান স্পষ্ট করে জানানো হয়, “নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত। বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারত আরও জানায়, এই লক্ষ্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশে থাকা সকল ‘অংশীজনের’ সঙ্গে তারা গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকবে।
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় এই দণ্ড ও তার রাজনৈতিক পরিণতি ঘিরে বাংলাদেশের ভেতরে-বাইরে চলছে নানা আলোচনা। ভারতের এই কূটনৈতিকভাবে পরিমিত প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটি সতর্ক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।


