“এই ট্রাইব্যুনালেই একদিন হাসিনার বিচার হবে”—সালাউদ্দিন কাদেরের পুরনো বক্তব্য ভাইরাল

ঠিক এক দশক আগে, এই নভেম্বরেই সালাউদ্দিন কাদের চৌধুরী (Salauddin Quader Chowdhury)-এর মৃত্যুদণ্ড কার্যকর করেছিল তৎকালীন আওয়ামী লীগ (Awami League) সরকার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে তার ফাঁসি দেওয়া হয়। কিন্তু সেই বিচার প্রক্রিয়াকে ঘিরে ছিল ব্যাপক বিতর্ক, প্রশ্নবিদ্ধ হয়েছিল ট্রাইব্যুনালের স্বচ্ছতা।

সালাউদ্দিন কাদের নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বলেছিলেন, “এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে…”। তার সেই বক্তব্য এখন নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে গত ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর।

শেখ হাসিনার বিচার ও মৃত্যুদণ্ড ঘোষণার পর অনেকে সালাউদ্দিন কাদেরের সেই পুরনো বক্তব্য উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। নতুন প্রেক্ষাপটে তার সেই কথাগুলো যেন অনেকের কাছে ভবিষ্যদ্বাণী হয়ে উঠেছে।

ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতা সালাউদ্দিন কাদের ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২০১৫ সালের নভেম্বরে কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সেই সময় তার পরিবার ও সমর্থকরা বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন।

এদিকে, শেখ হাসিনা (Sheikh Hasina)-র মৃত্যুদণ্ড ঘোষণার পর অন্যান্য ঐতিহাসিক চরিত্রদের মতোই আলোচনায় ফিরে এসেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। কেউ কেউ বলছেন, ইতিহাস যেন নিজস্ব ছকে ফিরে আসে বারবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *