ড. খলিলুর রহমান (Khalilur Rahman), বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য কলম্বো সিকিউরিটি কনক্লেভ (CSC)–এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport)-এ সন্ধ্যা সাড়ে ৬টার পর পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরটি দু’দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে উচ্চপর্যায়ের আলোচনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
জানা গেছে, সিএসসির সদস্য রাষ্ট্রগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার, ২০ নভেম্বর। সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে দিল্লির হায়দরাবাদ হাউস (Hyderabad House)।
সকালে সম্মেলন শুরু হয়ে তা চলবে মধ্যাহ্নভোজ পর্যন্ত। আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে উঠে আসবে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী উদ্যোগ, সাইবার নিরাপত্তা এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতার পথ খোঁজা। কনক্লেভে অন্যান্য সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারাও অংশ নেবেন বলে জানা গেছে।
সম্মেলন শেষে বিকেলেই ড. খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে। সংক্ষিপ্ত এ সফরে তিনি ভারতের নিরাপত্তা নীতিনির্ধারকদের সঙ্গেও আলাদা বৈঠকে বসতে পারেন বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছে।


