ঢাকায় সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার-পোস্টার সরানোর নির্দেশ ডিএনসিসির

রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) এলাকায় অনুমতি ছাড়া ঝুলিয়ে রাখা ব্যানার, ফেস্টুন, পোস্টার, সাইনবোর্ড ও এলইডি বিলবোর্ড আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অবৈধভাবে স্থাপন করা হয়েছে ব্যানার, ফেস্টুন, পোস্টার, বাড়ি ও ভবনের ছাদ বা দেওয়ালে বিজ্ঞাপন বোর্ড, সাইনবোর্ড এবং এলইডি বিলবোর্ড। এ সব স্থাপনা নগর পরিবেশের সৌন্দর্যহানি করছে এবং নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সেই প্রেক্ষাপটে, এসব অবৈধ বিজ্ঞাপন ও প্রচার সামগ্রী আগামী সাত দিনের মধ্যে মালিকদের নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করা হলে, ডিএনসিসি নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালাবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থদণ্ডসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ডিএনসিসি জানিয়েছে, নগরের সৌন্দর্য রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ দখল প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *