জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার (Mia Ghulam Parwar) প্রকাশ্যে দাবি তুলেছেন, বিএনপি যদি ঘোষণা দেয় যে আগামী নির্বাচনে জিতলে কোরআনের আইন প্রণয়ন করা হবে, তাহলে তিনিসহ তাঁর দল আগামীকাল থেকেই বিএনপিকে সমর্থন করবে। তাঁর ভাষায়, বিএনপি যদি স্পষ্টভাবে বলে—ক্ষমতায় গেলে কোরআন ও শরিয়াহভিত্তিক আইন চালু করবে—তাহলে তাঁরা ভোট দিতেও প্রস্তুত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা (Khulna) জেলার ফুলতলা উপজেলার আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় মশিয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
জামায়াতের কেন্দ্রীয় নেতা ও প্রভাবশালী এই রাজনীতিক বলেন, তাঁরা কখনোই ‘জান্নাতের টিকিট’ বিক্রি করেন না—এ কথাটি পুরোপুরিই মিথ্যা ও বানোয়াট। তবে মানুষকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে কোন পথে চলতে হবে, আল্লাহর রাসুল (স.) যে পথ দেখিয়েছেন, সেই জীবনধারা অনুসরণের নির্দেশনা তাঁরা তুলে ধরেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্রকে সুখী-শান্তিময় করতে হলে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। তাঁর মতে, রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ ন্যায়বিচারের পরিবেশে শান্তিতে বসবাস করতে পারবে। চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি বা দখলদারিত্বের মতো অনাচার দূর হবে। তিনি দাবি করেন, একমাত্র ইসলামই সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে।
নারীর ভূমিকা নিয়েও কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি স্মরণ করিয়ে দেন, ইসলামের ইতিহাসে নারী অবদানের গুরুত্ব অপরিসীম—হজরত সুমাইয়া (আ.) প্রথম নারী শহীদ, আর আম্মাজান আয়েশা (রা.) যুদ্ধক্ষেত্রেও অংশ নিয়েছেন। তাই ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা। সমাবেশ পরিচালনা করেন সেক্রেটারি মো. কামরুল গাজী।
এ ছাড়া বক্তব্য দেন খানজাহান আলী থানা আমির ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জামায়াত নেতা মো. সুলতান মাহমুদ, মো. মোশারফ হোসেন, নূর ইসলাম গাজী ও মো. রানা আকুঞ্জী প্রমুখ।


