সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin)-এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। শুক্রবার (২১ নভেম্বর) এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসের অংশ হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus) রাজধানীর শিখা অনির্বাণে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রতিবছরের মতো এবারও ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। এ দিবসকে কেন্দ্র করে রাষ্ট্রীয় পর্যায়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাতের পাশাপাশি আয়োজিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা।
সশস্ত্র বাহিনী দিবসের প্রতিটি পর্বে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণ দেশপ্রেম এবং জাতীয় সংহতির প্রতীক হয়ে ওঠে বলে মনে করছেন বিশ্লেষকরা।


