জুলাই আন্দোলনের সময় ছাত্রদের প্রতি সম্মান জানিয়ে দু’হাত তুলে স্যালুট—সেই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে আলোচনায় আসেন রিকশাচালক সুজন (Sujon)। ভাইরাল হওয়া সেই সরল আবেগই তাকে পৌঁছে দেয় এক নতুন মোড়ে; এবার তিনি নামছেন নির্বাচনের মাঠে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়বেন ঢাকা-৮ (Dhaka-8) আসনে।
গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সুজন। দলটির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এমপি প্রার্থী ঘোষণাও করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পর সুজন বলেন, “অন্যরা এতিমের টাকা মেরে কিংবা যাত্রাপালা করে সংসদে যেতে পারলে, আমি রিকশাচালক হয়ে কেন পারব না? মানুষের পাশে দাঁড়াতেই চাই, তাদের কথাই বলতে চাই।”
ভাইরাল স্যালুটের সূত্রে সুজনকে অনেকেই ইতিমধ্যেই ‘ঢাকা-৮-এর আবেগী প্রার্থী’ বলে উল্লেখ করে আসছেন। মনোনয়ন পাওয়ার পর তার প্রতি সমর্থনও বাড়ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু সেই জনপ্রিয়তার মাঝেই হঠাৎ নতুন এক বিতর্কের জন্ম দিল একটি ছবি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সুজনের একটি ছবি, যেখানে তাকে কেরু ব্র্যান্ডের মদের বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে—এমন দাবি করা হচ্ছে। ছবিটি মুহূর্তেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে তাকে ব্যঙ্গ করে ‘কেরু লাভার’ বলে সম্বোধন করতে শুরু করেন। এই নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সমালোচকরা মন্তব্য করেছেন, একজন এমপি প্রার্থীর এমন ছবি জনসমক্ষে নানা প্রশ্নের জন্ম দিতে পারে। তবে অন্য অনেকে বলছেন, ভাইরাল একটি ছবিকে কেন্দ্র করে রিকশাচালক প্রার্থীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হচ্ছে। বিতর্ক যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আলোচনাও—আসন্ন নির্বাচনে এই ঘটনাটি সুজনের জন্য কতটা প্রভাব ফেলবে, তা এখন সময়ই বলে দেবে।


