‘গণভোট অধ্যাদেশ ২০২৫’-এর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। খুব শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল (Dr. Asif Nazrul)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
আইন উপদেষ্টা জানান, “আজ অথবা কালকের মধ্যে গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে।” একই সঙ্গে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের সঙ্গে যেন কোনো বিভ্রান্তি না হয়, সেজন্য গণভোটের ব্যালটপত্র হবে ভিন্ন রঙের।
তিনি বলেন, “সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে, তাঁরাই গণভোটের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবেন।”
এদিকে, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ (Akhtar Ahmed) জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে এবং উভয় ক্ষেত্রেই পোস্টাল ব্যালটের সুযোগ থাকবে।
বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পৃথক এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজে কালো প্রতীকসহ। আর গণভোটের ব্যালটপত্র হবে রঙিন কাগজে এবং তাতে দৃশ্যমান যেকোনো রঙের কালি ব্যবহার করা হবে।”
তিনি আরও জানান, “আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। সেই অনুযায়ী নির্বাচনি প্রস্তুতি এগিয়ে চলেছে।”
গণভোটে প্রবাসীরাও অংশগ্রহণ করতে পারবেন বলে উল্লেখ করেন ইসি সচিব। পাশাপাশি ব্যালট পেপার ছাপানোর জন্য সরকারি ছাপাখানার সঙ্গে প্রাথমিক যোগাযোগ শুরু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।


