খালেদা জিয়া (Khaleda Zia)–কে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও শেষ মুহূর্তে দেখা দিয়েছে কিছু জটিলতা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জুবাইদা রহমান (Zubaida Rahman)। বাংলাদেশ সময় অনুযায়ী, তিনি মধ্যরাতে যাত্রা শুরু করেন এবং শুক্রবার দিনের প্রথমার্ধে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন জুবাইদা। পাশাপাশি, লন্ডনে নেওয়ার পথে তিনি খালেদা জিয়ার সঙ্গে থাকতে পারেন বলেও জানা গেছে।
অন্যদিকে, কাতারের আমিরের (Amir of Qatar) দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাতে ঢাকায় আসার কথা থাকলেও, তা নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেনি। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) জানান, অ্যাম্বুলেন্সটি রাতেই ঢাকায় আসবে। তবে সন্ধ্যার পর দলের মিডিয়া উইং থেকে জানানো হয়, যন্ত্রাংশজনিত কিছু কারিগরি সমস্যা দেখা দেওয়ায় অ্যাম্বুলেন্সটির যাত্রায় বিলম্ব হচ্ছে।
বিএনপির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত না হলে কাতার কর্তৃপক্ষ খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর বিকল্প ব্যবস্থার কথাও বিবেচনায় নিচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে দলে যেমন উৎকণ্ঠা, তেমনি রয়েছে তৎপরতা। জুবাইদা রহমানের ঢাকায় আগমন, কাতারের সহায়তা, ও চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়ের সমন্বয়—সব মিলিয়ে এখনো পরিস্থিতি ঘিরে রয়েছে নানা অনিশ্চিয়তা।


