ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরীর ২০টি আসনের মধ্যে আরো চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি (BNP)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঘোষিত এই তালিকায় রয়েছে ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০ এবং ঢাকা-১৮ আসন। এর ফলে ঢাকায় বিএনপির ঘোষিত প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১৭-এ। তবে এখনো দলটি প্রার্থী দেয়নি ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০ আসনে।
**ঘোষিত প্রার্থীরা **
ঢাকা-৭ আসনে দলটির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। শুরুতে এ আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের (Bangladesh Khelafat Majlish) আমির মাওলানা মামুনুল হককে ছেড়ে দেওয়ার আলোচনা থাকলেও, শেষ পর্যন্ত সেই সমঝোতা হয়নি। উল্লেখযোগ্য, মামুনুল হকের দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত আট দলের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করছে।
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে। এই আসনেও ছিল প্রবল প্রতিযোগিতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু ‘এক পরিবার, এক প্রার্থী’ নীতির কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টির (National Citizen Party – NCP) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। বিএনপি প্রার্থী ঘোষণার আগপর্যন্ত ধারণা ছিল, তার জন্যই হয়তো আসনটি ফাঁকা রাখা হয়েছে। কিন্তু হাবিবুর রশিদকে প্রার্থী করায় সে জল্পনার অবসান হয়।
ঢাকা-১০ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ অসীম। এছাড়া এই আসনে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রার্থিতার কথাও শোনা যাচ্ছিল। বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে উপদেষ্টা পদ ছেড়ে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন, এমন গুঞ্জন থাকলেও প্রার্থী ঘোষণার মাধ্যমে সেই আলোচনা থেমে যায়।
ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। এ আসনে আলোচনায় ছিলেন জুলাই মাসে নিহত গণ-আন্দোলনের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, যিনি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার পরিবর্তে জাহাঙ্গীর হোসেনই মনোনয়ন পেয়েছেন।
যেসব আসন এখনো ফাঁকা
ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০—এই তিনটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে ঢাকা-১৩ এবং ঢাকা-১৭ আসনে দলটি তাদের জোটের অন্য দলের প্রার্থীদের সমর্থন দিচ্ছে ইটা একপ্রকার নিশ্চিত।
ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (NDM) চেয়ারম্যান ববি হাজ্জাজ (Bobby Hajjaj) এবং ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (Bangladesh Jatiya Party) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ (Andaleeve Rahman Partha) নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির সমর্থনে। তাঁরা উভয়েই ইতোমধ্যে নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করে দিয়েছেন।
ঢাকা-২০ আসনে কারা মনোনয়ন প্রত্যাশী
ঢাকা-২০ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন চারজন: ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস (মুরাদ), জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান (অভি)। তবে এ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি।
এই চারটি নতুন আসনে প্রার্থী ঘোষণা করা হলেও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই ঘোষণার মধ্যে দিয়ে এনসিপির সাথে জোটের আলোচনা শেষ হয়ে গেলো বলেও মনে করার কোনো কারন নেই। কৌশলগত করণেও এই সব আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলেও মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।


