আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংক্রান্ত তফসিল ঘোষণাকে ঘিরে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য নির্ধারিত সময় পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (Md. Shahabuddin) আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় ইসির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন তাঁর সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ইসি পূর্বে রাষ্ট্রপতির কাছে একটি চিঠি পাঠিয়েছিল, যাতে ১০ অথবা ১১ ডিসেম্বরের মধ্যে সময় চাওয়া হয়। এরপরই রাষ্ট্রপতির পক্ষ থেকে ১০ ডিসেম্বর দুপুর ১২টা নির্ধারিত করা হয়।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত এক কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ (Akhtar Ahmed) বলেন, তফসিল ও গণভোট সংক্রান্ত নানা দিক নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা থেকেই এই সাক্ষাৎ চাওয়া হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO)-এর একটি গুরুত্বপূর্ণ সংশোধনী অনুমোদন পেয়েছে। সংশোধনীটি প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট পদ্ধতি সংক্রান্ত। এতে নির্ধারণ করা হয়েছে, কোন ব্যালটগুলো গণনায় ধরা হবে না এবং কীভাবে এই ব্যালটগুলো গণনা করা হবে। এই সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে বলে জানান ইসি সচিব।
এছাড়াও আখতার আহমেদ জানান, গতকাল দুটি নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন। দল দুটি হলো—বাংলাদেশ জনতার দল এবং আমজনতার দল। এ দুটি দলের নিবন্ধন নিয়ে আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, যাতে জনগণের কাছ থেকে আপত্তি থাকলে তা জানা যায়।
নির্বাচনের দিন গণভোট আয়োজন এবং নতুন দলের নিবন্ধন—এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক মহলে।


