“সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল হোক”—এনসিপি’র দাবি

তফসিল ঘোষণার আগে সব রাজনৈতিক দলের প্রস্তুতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) (National Citizen Party – NCP) আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)। তিনি বলেন, “তফসিল নিয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। তবে আমরা মনে করি, সব রাজনৈতিক দল যখন রাজনৈতিকভাবে প্রস্তুত হবে, তখনই তফসিল ঘোষণা করা উচিত।”

শুক্রবার রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনায় এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল নেতার স্বাস্থ্যগত বিষয়টিও এই প্রসঙ্গে বিবেচনায় আনা দরকার।”

নাহিদ ইসলাম বলেন, “আমাদের নিয়ে বারবার বলা হয়েছে, আমরা নাকি নির্বাচনবিরোধী। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচনের পক্ষেই। তবে সেটা হতে হবে সব দলকে ঐক্যবদ্ধ করে।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি না যে, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা পরিবর্তন হবে। নির্বাচন হবে সবার অংশগ্রহণে, এবং স্বচ্ছ পরিবেশে।”

আলোচনায় এনসিপির অবস্থান পরিষ্কার করে তিনি জানান, “আমরা কারো সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য সমঝোতায় নেই। আমাদের নিয়ে নানা অপপ্রচার চালানো হয়েছে। তবে খুব শিগগিরই আমরা প্রার্থী তালিকা প্রকাশ করবো।”

তৃতীয় একটি রাজনৈতিক জোট গঠনের সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, “এ নিয়ে আলোচনা চলছে। দেশের পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জনগণের আস্থা নেই। সেই জায়গা থেকেই আমরা নতুন ধারার রাজনীতির কথা বলছি।”

নির্বাচনের পরে রাজনৈতিক সংস্কার চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “এনসিপির রাজনীতি নির্বাচনেই থেমে যাবে না, বরং এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা আরও বেগবান হবে।”

তবে নির্বাচন পরিস্থিতি পুরোপুরি অনুকূল নয় বলেও মন্তব্য করেন তিনি। “আমরা বলব না, পরিবেশ পুরোপুরি তৈরি হয়েছে। তবে এগিয়ে যেতে হবে। ইসিকে আমরা অনেক পরামর্শ দিয়েছি।”

সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করেন, “যদি কোনো রাজনৈতিক শক্তি বা বিদেশি পক্ষ চক্রান্ত না করে, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *