আসছে এনসিপি’র “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” – ঘোষণা আজ বিকালে

‘জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার’ বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে একাধিক দল মিলে ‘রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’ গঠনের উদ্যোগ নিয়েছে। এই ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজ রোববার বিকেল ৪টায়, রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) (Dhaka Reporters Unity) আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে।

এই ঐক্য প্রচেষ্টায় অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party), আমার বাংলাদেশ (এবি) পার্টি (Amar Bangladesh Party) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন (Rastra Sanskar Andolon)। আপাতত এই তিনটি দল মিলেই প্রাথমিক ঐক্য গঠন করছে বলে জানিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়া।

এবি পার্টি-র চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এক বার্তায় জানান, “জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আগ্রহীদের নিয়ে আজ এই রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ঘোষণা করা হবে।” তিনি জানান, বিকেল ৪টায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেবেন অংশগ্রহণকারী দলগুলোর নেতারা।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিবৃতিতে জানিয়েছে, রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য গঠন আজকের সময়ের দাবি। দলটি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কার্যকর ও যুগোপযোগী প্ল্যাটফর্ম প্রয়োজন, যা পরিবর্তনের পথে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকেও এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দিদারুল ভূঁইয়া বলেন, “এখন পর্যন্ত তিনটি দল সম্মিলিতভাবে জোট গঠন করছে। তবে ভবিষ্যতে আরও কিছু দল এই জোটে যুক্ত হতে পারে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এ ধরনের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য ভবিষ্যতের রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *