পোস্টাল ব্যালটে থাকবে না নৌকাসহ চারটি প্রতীক: নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা (Boat) প্রতীকসহ চারটি রাজনৈতিক প্রতীক পোস্টাল ব্যালট থেকে বাদ যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ (Abdur Rahmanel Mashud) নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।” ফলে, এই চারটি প্রতীক—নৌকা, কুড়াল, চাবি এবং বাঘ—এবার পোস্টাল ব্যালটের বাইরে থাকছে।

পোস্টাল ব্যালটের জন্য এবার মোট ১১৫টি প্রতীক রাখা হবে, যদিও নির্বাচনে প্রতীকের তালিকায় রয়েছে ১১৯টি। বাদ পড়া চারটি প্রতীক হলো:

  • নৌকা (আওয়ামী লীগ – নিবন্ধন স্থগিত)
  • কুড়াল (ফ্রিডম পার্টি – নিবন্ধন বাতিল)
  • চাবি (ঐকবদ্ধ নাগরিক আন্দোলন – নিবন্ধন বাতিল)
  • বাঘ (পিডিপি – নিবন্ধন বাতিল)

এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে শুধুমাত্র বৈধ ও সক্রিয় রাজনৈতিক দলের প্রতীকই অন্তর্ভুক্ত থাকবে।

তফসিল ঘোষণার বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “তফসিল ঘোষণার ভাষণের সবকিছু চূড়ান্ত। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।”

তিনি জানান, এ ভাষণে রাজনৈতিক দলগুলোর সহানুভূতিশীল সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশনের একাধিক কার্যক্রম, প্রস্তুতি ও পরিকল্পনার মধ্যে এই তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫টি। দাবি-আপত্তির প্রক্রিয়া শেষ হলে আরও দুটি দলকে নিবন্ধন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০০৮ সালের সংসদ নির্বাচন থেকে দলগুলোর জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। সেই থেকে এ পর্যন্ত মোট ৫৯টি দল নিবন্ধন পেয়েছে, তবে বেশ কিছু দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হয়ে গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *