অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam) ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তদন্ত ও বিচারের দাবিতে বৃহস্পতিবার রাতে ঢাকার বাংলামোটরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মিছিলে নেতৃত্ব দেন মুনতাসির মাহমুদ (Muntasir Mahmud), যিনি সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি—এনসিপি (NCP) থেকে বহিষ্কৃত হন। মিছিলের ব্যানারে আয়োজকদের পরিচয় হিসেবে লেখা ছিল—‘তৃণমূল এনসিপি’।
এর আগে বিকেলে ফেসবুকে ‘তৃণমূল এনসিপি’ নামের নতুন একটি কাঠামো গঠনের ঘোষণা দেন মুনতাসির। রাত নয়টার দিকে হওয়া মিছিলটি শেষ হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মুনতাসির মাহমুদ বলেন, উপদেষ্টা মাহফুজ ও আসিফ ‘জুলাই গণআন্দোলনের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় গেলেও তা রক্ষা করেননি’। তাঁর অভিযোগ, তাঁরা ‘সীমাহীন দুর্নীতির মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’ করেছেন। উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর যে সব নিয়োগ, প্রকল্প বাস্তবায়ন বা টেন্ডার দেওয়া হয়েছে—তার প্রতিটি তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।
মুনতাসির আরও দাবি করেন, দুই সাবেক ছাত্র উপদেষ্টা পদত্যাগের পর বলছেন তাঁদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। কিন্তু তাঁর ভাষায়, জেন-জি প্রজন্ম বুঝে যে ‘দুর্নীতির টাকা কেউ অ্যাকাউন্টে রাখে না।’ তিনি প্রশ্ন তোলেন, এ অর্থ ‘পাচার করা হয়েছে কি না, অথবা বিটকয়েনে রাখা হয়েছে কি না—এ বিষয়ে দুদক (ACC) তদন্ত করা জরুরি।’
জুলাই গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট (Red Crescent)-এর উপপরিচালক পদে অস্থায়ীভাবে যোগ দেন। একই সময়ে উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদে দায়িত্ব পালন করছিলেন। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলে মগবাজারে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে কয়েক দিন ধরে বিক্ষোভ করেন মুনতাসির। এনসিপি তাঁকে এ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বললেও ১২ অক্টোবর তিনি লোকজনসহ সেখানে বিক্ষোভ করেন।
ওই দিন রেড ক্রিসেন্টের বোর্ড সভায় মুনতাসিরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। বোর্ড সভায় মাহবুব আলমও উপস্থিত ছিলেন। সভা শেষে সোসাইটি ভবন থেকে বের হতে গেলে মুনতাসিরের অনুসারীদের অবরোধের মুখে পড়তে হয় তাঁকে। একই দিন এনসিপি ফেসবুকে তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ও পদ থেকে অব্যাহতির চিঠি প্রকাশ করে।
এর পর থেকে মুনতাসির মাহমুদ ধারাবাহিকভাবে উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন অভিযোগ করে আসছেন। সম্প্রতি তিনি এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন সামাজিক মাধ্যমে।
বার্তাবাজার/এমএইচ


