ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে দলীয় সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি সব ধরনের প্রচারসামগ্রী দ্রুত অপসারণের আহ্বান জানালেন জামায়াতে ইসলামীর আমির (Dr. Shafiqur Rahman)। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি নির্বাচনকে ‘সুষ্ঠু ও সফল’ করতে দলের পক্ষ থেকে যৌক্তিক সহযোগিতার প্রস্তুতির কথাও তুলে ধরেন।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লেখেন, “গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। ঘোষিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সকল পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই।”
উল্লেখ্য, এর আগের দিন—বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)— বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (Election Commission)। ঘোষিত তফসিল অনুযায়ী, একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে দেশজুড়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ নানা প্রচারসামগ্রীর দৃশ্য থাকলেও এগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে কড়া নির্দেশ দিয়েছে নাসির উদ্দিন কমিশন।
১০ ডিসেম্বর ইসি’র নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার বিভাগের সচিবকে একটি চিঠি পাঠান। চিঠিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জা থেকে শুরু করে নির্বাচনী ক্যাম্প পর্যন্ত—যে কোনো ধরনের প্রচারসামগ্রী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে ইসি।
এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।


