ক্যারিবিয়ান সাগরের ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র গ্রানাডা (Grenada)–কে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (Professor Dr. Muhammad Yunus)–এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, এই স্বীকৃতি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার দরজা খুলে দেবে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে।
প্রেস সচিব আরও জানান, স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি নতুন বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের সুযোগ পেল। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ধীরে ধীরে দৃঢ় হবে।
বার্তা বাজার/এস এইচ


