গু’\লি’\বি’\দ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি (Sharif Osman Hadi) গু’\লি’\বি’\দ্ধ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চি’\কিৎসাধীন রয়েছেন। এই পরিস্থিতিতে শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাসপাতালে গিয়ে হাদির ছোট ভাই ওমর এবং ছোট বোনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান (Dr. Zubaida Rahman)। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ডা. আমানুল্লাহ।

দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার সময় হাদির ওপর এই হা’\মলা ঘটে। মোটরসাইকেলে আসা দুই যুবক খুব কাছ থেকে তাঁর মাথায় গু’\লি চালায়। ঘটনাটি নিকটবর্তী সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। গুরুতর অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital)-এ নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকদের ভাষ্যমতে, গু’\লি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়ে গেলেও, মস্তিষ্কে এখনো কিছু ধাতব খণ্ড রয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

হাদির অবস্থা এখনো ‘সঙ্কটাপন্ন’ বলে জানানো হয়েছে। রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে এই হা’\মলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মুশফিকুল ফজল (Mushfiqul Fazal) বলেন, “এই কাপুরুষোচিত হা’\মলার ঘটনায় কে দায়ী তা নিয়ে ব্লেম গেম না করে এখন দরকার সরকারের সক্রিয় সহযোগিতা ও নিরপেক্ষ তদন্ত।”

উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন গুরুত্বপূর্ণ কণ্ঠ এবং ঢাকায় রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। সাম্প্রতিক সময়েও তিনি বেশ কিছু ইস্যুতে সরব ছিলেন, যা তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *