হাসিনার পতনের দিন ছাত্রলীগের মিছিলে যে মোটরবাইকে ছিলেন ফয়সাল , আজও সেই বাইকেই হাদির উপর গু’\লি’\চা’\লা’\না !

শেখ হাসিনার পতনের ঠিক আগ মুহূর্তে ছত্রে ছত্রে বিভাজিত রাজপথে ছাত্রলীগের একটি মিছিলের অগ্রভাগে দেখা যায় একটি মোটরবাইক। সেই বাইকে সামনের সিটে আদাবর ছাত্রলীগের নেতা রুবেল, আর পেছনে বসা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। ছবিটি ছিল বহু আলোচিত এবং নানা বিশ্লেষণের কেন্দ্রে।

আজকে ওসমান হাদির উপর যে মোটরবাইক থেকে গু’\লি’\ চা’\লা’\না হয়েছে, সেই বাইকের সঙ্গে উপরোক্ত ছবিতে থাকা বাইকের বিস্ময়কর সাদৃশ্য পাওয়া যাচ্ছে।

দুইটি ছবিকে পাশাপাশি রেখে পর্যবেক্ষণ করলে, বাইকটির গঠন, রঙ, এবং সামনের অংশের নকশার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়।

আরো বিস্ময়ের বিষয়, সেদিনের মতো আজকের বাইকেও পেছনে ছিলেন সেই একই ব্যক্তি—ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।

এই চিত্র দুটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিতর্কের ঝড় তুলেছে। অনুসন্ধানী সাংবাদিক সাংবাদিক জুলকারনাইন সায়ের (Zulkarnain Saer) এই দুই ছবিকে একসঙ্গে তুলে ধরে ফেসবুকে প্রশ্ন তুলেছেন: “আজ ওসমান হাদিকে যে মোটরবাইক ব্যবহার করে গু’\লি করা হয়েছে, সেই একই বাইকের সাথে ছবির মোটরবাইকের কোন মিল কি দেখতে পাচ্ছেন?”

এই প্রশ্ন আপাতত উত্তরহীন হলেও, ঘটনাপ্রবাহের গভীরে যে একটি রহস্যজনক যোগসূত্র রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *