রাজধানীর উত্তরা এলাকায় শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক র’\ক্তাক্ত সংঘর্ষে জ’\ড়িয়ে গুরুতর জ’\খম হয়েছেন দুই যুবক। ঘটনাটি ঘটে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইনের পাশে রাত সাড়ে ৮টার পর। প্রাথমিকভাবে বলা হয়, আহতরা ‘জুলাই রেভেলস’ নামে একটি সংগঠনের সদস্য এবং ওসমান হাদির উপর গু’\লি চালানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে ফেরার পথে তারা কু’\পিয়ে হ’\তাহত হন। তবে উত্তরা পূর্ব থানা (Uttara East Police Station) এ সংক্রান্ত ভিন্ন দাবি করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কু’\পিয়ে জ’\খমের শিকার হওয়া দুই ব্যক্তি সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে মানববন্ধন থেকে ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কু’\পিয়ে তাদের গুরুতর র’\ক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল (USB Specialized Hospital)-এ নিয়ে যান।
এদিকে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কোনো সংগঠনের ওপর হামলা নয়, বরং স্থানীয় দুইটি গ্রুপের মধ্যে পারস্পরিক বিরোধ থেকেই এই হ’\মলার সূত্রপাত।
উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ (OC Morshed) সাংবাদিকদের জানান, “জুলাইযোদ্ধা বা জুলাই রেভেলস সংগঠনের কাউকে টার্গেট করে হ’\মলার কোনো প্রমাণ আমরা পাইনি। এটি দুইটি স্থানীয় গ্রুপের মারামারির ঘটনা ছিল।” তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
একইসঙ্গে, উত্তরা জোনের এডিসি আহম্মেদ আলী (ADC Ahmed Ali) বলেন, “এটি একটি মারামারির ঘটনা ছিল। জ’\খমরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তারা আদৌ ‘জুলাই রেভেলস’ নামক সংগঠনের সদস্য কি না, তা যাচাই করা হচ্ছে।”
এ ঘটনার পর থেকে উত্তরা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ দাবি করছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।


