আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চ (Inqilab Mancha)-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi) গু’\লি’\বি’\দ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ভারত (India) থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
রোববার (১৪ ডিসেম্বর) হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চিকিৎসকরা এসব তথ্য প্রকাশ করেন। তারা জানান, রোববার সকালেই মেডিকেল বোর্ডের বৈঠকের আগে হাদির পুনরায় সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যান রিপোর্টে তার মস্তিষ্কে ব্যাপক ইডেমা, অর্থাৎ পানি জমে যাওয়ার চিহ্ন এবং অক্সিজেনের ঘাটতির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা মস্তিষ্কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সিটি স্ক্যানে আরও দেখা গেছে—মস্তিষ্কের কিছু অংশে ছিটাছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণ রয়েছে। এসব উপসর্গ মিলিয়ে হাদির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং তা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকরা বলেন, সাম্প্রতিক পরীক্ষার ফলাফল অনুযায়ী তার মস্তিষ্কের পরিস্থিতি আগের তুলনায় আরও জটিল হয়ে উঠেছে।
এদিকে, হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরাও নিজেরাই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানান। প্রেস ব্রিফিংয়ে এক চিকিৎসক বলেন, “আমাদের জীবন এখন হুমকির মুখে। ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন করে আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন গ্রুপ ও পাবলিক প্ল্যাটফর্মে প্রকাশ করে দেওয়া হয়েছে। এমনকি আমাদের পরিবার ও বাসার অবস্থান ট্র্যাক করার চেষ্টাও করা হচ্ছে।”
চিকিৎসকদের দাবি, এই ধরনের চাপ ও হুমকির পরিবেশে চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান, যাতে চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নে চালানো সম্ভব হয় এবং চিকিৎসকদের জীবনও নিরাপদ থাকে।


