‘হাদির অবস্থা আগের চেয়েও অনেক খারাপ,এ ধরনের রোগিদের কাম ব্যাক করার চান্স নাই বললেই চলে’

সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
হাদিকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন ঝালকাঠি-১ আসন থেকে এনসিপির সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা মিতু। তিনি জানান

‘এভাকেয়ার থেকে ফিরলাম। দুদিন আগেও যে চুলের মায়া হাদি করেছিলো সেই চুল কি মাথায় আছে? অন স্টপ ক্রাইসিস সেন্টারে বসে প্রথম যখন ওর গুলির এক্সিট পয়েন্ট পাচ্ছিলো না তখন বার বার বলছিলো ,চুল ফেলে দাও । তারপর ওটিতে তো ফেলে দিতেই হলো। ইউ এস থেকে যে ভাই বলছিলেন ,চুল ফেলে দিলে হাদিকে ভোট দিবেন ,আপনার ভোটটা কিন্তু পাওনা রয়ে গেলো…

অনেকেই আমার কাছে আপডেট জানতে চান অপেক্ষা করেন তাই লিখি। এছাড়াও আপনাদের কমেন্টের দোয়া দেখলে দু একটা কমেন্ট পড়লে আমার ভালো লাগে।

হাদির অবস্থা আগের চেয়েও অনেক খারাপ
আজকের সিটিস্ক্যানে মস্তিষ্কের ফোলা আগের চেয়ে অনেক বেশি।আগামিকাল সকালে সিঙ্গাপুর নিয়ে যাবে।এ ধরনের রোগিদের কাম ব্যাক করার চান্স নাই বললেই চলে। তবুও আমাদের সকল চেষ্টা অব্যাহত রাখা উচিত।আল্লাহ যদি মুখ তুলে তাকান…

এই আইডিতে আমার অনেক অচেনা আপন মানুষ আছে। রক্তের সম্পর্কের বাইরেও মানুষ কত আপন হয় সেটা হাদি আমাকে শিখিয়েছে। আমি জানি আপনারা আমাকেও অনেক ভালোবাসেন। আমার জন্য অন্যের কমেন্টে যুদ্ধ করেন প্রতিবাদ করেন,দোয়া করেন।

হাদির জন্য আমার কেমন লাগছে এটা আমি কাউকে বোঝাতে পারবোনা। আমার ঘরে মা আছে ,বাচ্চারা আছে ,আমার বুকটা এতো ভারি হয়ে আছে যে আমি মানুষের সামনে কাঁদতেও পারছিনা।হয়তো আমার মতো অনেকেই এমন অবস্থায় আছেন। এজন্য লিখি আপনাদের কমেন্ট পড়ি।

সবাই আমার ইলেকশন প্রচারণার জন্য নক দিচ্ছে ,অনেকেই হাদির গুলির পরের দিন প্রচারণা করেছে কিন্তু আমার মানসিক শক্তি এমন নাই।

আল্লাহ কি আমার উপর নারাজ হচ্ছেন? আমার ইমানি শক্তি কি কমে গেছে? ইমানদারগণ তো আল্লাহ সকল সিদ্ধান্তে আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমার বুকের ব্যথা তো কমে না। উল্টো হাদির ভাই ওমর আমাকে শান্তনা দিচ্ছে। কি চমৎকার সন্তান জন্ম দিয়েছেন হাদির বাবা। চার খলিফার তিন খলিফাই হাদির বাবার ঘরে। আবু বক্কর ,ওমর ,ওসমান হাদি।বলে,আপু আমরা কেউ মৃত্যুকে ভয় পাইনা। কি সহনশীল স্ত্রী পেয়েছেন হাদি।

হাদির ভাই ওমর ভাই বলে ,আপু আমাদের অনেক দায়িত্ব। কিন্তু আমি কেন এতো ভেঙে গেছি? আল্লাহ আমাকে কি বোঝাতে চাচ্ছেন? কিসের ইশারা দিচ্ছেন?’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *