সাত দিন পর উদ্ধার—এনসিপি নেতার বাবা কামরুল ইসলামকে খুঁজে পেল ডিবি

মেহেরপুরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলামকে উদ্ধার করেছে মেহেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। দীর্ঘদিন অনিশ্চয়তা আর উদ্বেগের পর অবশেষে সোমবার রাতে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন শ্যামপুর জোড়া বটতলার একটি ভাড়া বাসা থেকে কামরুল ইসলামকে উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

উল্লেখ্য, মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গত ৮ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারে তীব্র উৎকণ্ঠা দেখা দেয়। দীর্ঘ সময় কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে তার ছেলে তামিম ইসলাম ১০ ডিসেম্বর মেহেরপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজের খবরটি কালবেলা (Kalbela)সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি মেহেরপুরজুড়ে আলোচনার জন্ম দেয় এবং জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়।

ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী কালবেলাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল ইসলাম জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তবে এ ঘটনায় কোনো অপরাধ সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটি যাচাই করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

এদিকে কামরুল ইসলাম উদ্ধার হওয়ার খবরে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এনসিপি নেতা তামিম ইসলাম কালবেলাকে বলেন, ‘আমার বাবাকে সুস্থভাবে উদ্ধার করে আনার জন্য মেহেরপুর জেলা পুলিশ (Meherpur District Police)-কে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে যেসব গণমাধ্যম গুরুত্ব দিয়ে বিষয়টি প্রকাশ করেছে, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। মেহেরপুর সদর থানায় পূর্বে করা জিডিটি আমরা ইতোমধ্যে প্রত্যাহার করে নিয়েছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *