সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (Singapore General Hospital) চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন এবং কার্যত অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের ভাষায়, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি নির্দিষ্ট সময়সীমা—যাকে তারা ‘টাইম উইন্ডো’ হিসেবে চিহ্নিত করছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুরে হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে হাসপাতালটির চিকিৎসকদের পর্যবেক্ষণের কথা গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (Dhaka Medical College Hospital) নিউরো সার্জন ও তার চিকিৎসা দলের সঙ্গে যুক্ত ডা. আব্দুল আহাদ (Dr. Abdul Ahad)।
ডা. আহাদ জানান, বর্তমানে হাদির কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুস কৃত্রিম ভেন্টিলেশনের সহায়তায় সচল রাখা হচ্ছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে দেখা গেছে, তার জিসিএস স্কোরে এখনো কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ নিউরোলজিক্যাল রেসপন্সে দৃশ্যমান কোনো উন্নতি বা অবনতি—কোনোটিই আপাতত লক্ষ্য করা যাচ্ছে না।
চিকিৎসকদের মতে, এই পর্যায়ে সময়ই সবচেয়ে বড় নিয়ামক। ব্রেন ইনজুরির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা বা ‘টাইম উইন্ডো’ থাকে, যার ভেতরে রোগীর শরীর যদি ইতিবাচক কোনো সাড়া দেয়, তাহলে পরবর্তী ধাপের চিকিৎসা ও সম্ভাবনা নিয়ে ধারণা করা যায়। সেই নির্ধারিত সময়ের মধ্যেই হাদির শরীর কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় কি না, সেদিকেই এখন চিকিৎসকদের সমস্ত মনোযোগ।
ডা. আহাদ আরও স্পষ্ট করে বলেন, হাদি চোখ খুলেছেন বা তার অবস্থার উন্নতি হয়েছে—এ ধরনের তথ্য সঠিক নয়। তার অবস্থা এখনো স্ট্যাটিক, অর্থাৎ আগের অবস্থানেই স্থির রয়েছে। জ্ঞান ফিরে আসার সম্ভাবনা নিয়েও এই মুহূর্তে চিকিৎসকরা কোনো নিশ্চিত পূর্বাভাস দিতে পারছেন না।


