স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী পুলিশের হাতে তুলে দিল ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা

সাভারের জাতীয় স্মৃতিসৌধ (National Martyrs’ Memorial)-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ফেরার পথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ (Chhatra League)-এর এক কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement)-এর নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে ওই ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ছাত্রলীগ কর্মীর নাম শেখ ইমন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যার কিছু আগে জাতীয় স্মৃতিসৌধে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র পক্ষ থেকে দুটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ (Awami League) ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৬ থেকে ১৭ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। একই সঙ্গে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর এবং সাভার পৌর ছাত্রলীগের পক্ষ থেকেও আলাদাভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় শেখ শিমনকে আটক করা হলেও বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরে আটক ব্যক্তিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহমুদুল হাসান কালবেলাকে বলেন, ‘আটক ব্যক্তি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *