ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গু’\লি করা অপরাধীরা এখনও দেশের মধ্যেই অবস্থান করছে বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ তোলেন ফাতিমা তাসনিম জুমা। তিনি লেখেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সেদিনের সাক্ষাতে তারা নিশ্চিত করেছেন যে ঘটনার মাত্র ৩–৪ ঘণ্টার মধ্যেই সীমান্ত সিল করা হয়েছিল।
ফাতিমা তাসনিম জুমা (Fatima Tasnim Juma) বলেন, ‘এটা স্পষ্ট যে অপরাধী এখনও দেশেই আছে। বর্ডার পার করেছে—এমন প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি একে-ওকে ধরে পুরো বিষয়টি নরমালাইজ করার অপচেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে। জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।’
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি (Sharif Osman Hadi) কে গু’\লি করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka) এবং ডাকসু (DUCSU) সংশ্লিষ্ট মহলেও নানা প্রশ্ন উঠছে।
বার্তা বাজার/এস এইচ


