গু’\ম-খু’\নের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পদক্ষেপ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গু’\ম-খু’\নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ মোট ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। এই অভিযোগ দাখিলের মাধ্যমে মামলাটির বিচারিক প্রক্রিয়া নতুন এক পর্যায়ে প্রবেশ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগপত্র দাখিল করা হয়। এর আগে সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়, যা মামলার অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ মামলায় অভিযুক্ত ১১ জনের মধ্যে চারজনের নাম প্রকাশ করা হয়েছে। প্রকাশিত আসামিরা হলেন— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক (Tarique Ahmed Siddique), পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ (Benazir Ahmed) এবং সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান (Ziaul Ahsan)।

অন্য সাত আসামির নাম তদন্ত ও বিচারিক স্বার্থে আপাতত প্রকাশ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে পরিকল্পিতভাবে গু’\ম-খু’\নের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে।

মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও মানবাধিকার মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিলের ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিচারিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *