লক্ষ্মীপুরে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ২০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবদুর রব। তিনি উত্তর চরবংশী ইউনিয়ন (Uttar Charbangshi Union) পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রায়পুর উপজেলা (Raipur Upazila)র উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে অবস্থিত বিএনপি (Bangladesh Nationalist Party) কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ ফুলের মালা দিয়ে আবদুর রবসহ ২০ জনকে দলে স্বাগত জানান।
স্থানীয় সূত্রগুলো জানায়, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের কর্মকাণ্ডে স্বৈরাচারী মনোভাব, সাংগঠনিক নিষ্ক্রিয়তা এবং নেতা-কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগে তারা ক্ষুব্ধ ছিলেন। এসব কারণে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
যোগদানের বিষয়ে সাবেক ইউপি সদস্য আবদুর রব বলেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। প্রতিবাদ জানানোয় স্থানীয় প্রভাবশালী নেতা আলতাফ মাস্টার ও তার ভাই হোসেন মাস্টার উন্নয়ন বরাদ্দ থেকে তাকে বঞ্চিত রাখেন। তিনি অভিযোগ করেন, এ ধরনের স্বেচ্ছাচারিতা ও বঞ্চনার কারণে তাদের প্রতি তার ঘৃণা জন্মায়। এসব বিবেচনায় সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে তিনি ২০ জন কর্মীকে সঙ্গে নিয়ে বিএনপিতে যোগ দেন। তিনি আরও বলেন, তাকে কোনো ধরনের ভয়ভীতি বা চাপ প্রয়োগ করে দলে আনা হয়নি। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজের হাত ধরেই তারা সবাই বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ফারুক কবিরাজ বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবদুর রবসহ ২০ জন নেতা-কর্মী বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল পর্যায়ে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই যোগদান লক্ষ্মীপুরের স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং সামনের দিনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।


