সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রে’\প্তা’\র হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে সন্ত্রা’\সবি’\রো’\ধী আইনে করা মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ১৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদ (Bangladesh Secretariat Officers and Employees United Council)-এর সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম।
এ ছাড়া বরখাস্ত হওয়া অন্যরা হলেন— প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী ও বিকাশ চন্দ্র রায়, অফিস সহায়ক আবু বেলাল, ব্যক্তিগত কর্মকর্তা তায়েফুল ইসলাম, একই মন্ত্রণালয়ের ইসলামুল হক ও মহসিন আলী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক কামাল হোসেন ও আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক নাসিরুল হক নাসি।
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে শাহবাগ থানা (Shahbagh Police Station)-এর উপপরিদর্শক কে এম রেজাউল করিম প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম (Jamsed Alam)-এর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর ‘সচিবালয় ভাতা’র দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ (Salehuddin Ahmed)-কে প্রায় সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন সরকারি কর্মচারীরা। পরে পুলিশের সহায়তায় রাত সোয়া ৮টার দিকে তিনি বাসায় ফিরে যান। এর পরদিনও সচিবালয়ের ভেতরে রাস্তা অবরোধ করে আন্দোলন চালালে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যায়ক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের গ্রে’\প্তা’\র করে।


