ছারছীনা শরীফের পীর আমিরে হিজবুল্লাহ হজরত মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন বলেছেন, কাউকে ভোট দেওয়া ফরজ নয়; ইমান নিয়ে মরা ফরজ। ইসলামের নামে যা খুশি তাই করা যাবে না; আমাদের সবাইকে নবী ও সাহাবায়ে কেরামের ত্বরিকায় চলতে হবে।
তিনি আরও বলেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক আকিদা ও আমলের ওপর থেকে এই দুনিয়ায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন সুটিয়াকাঠি আলহাজ আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া, হাফেজিয়া মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২২তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব বলেন, শুধু সাইনবোর্ডে ইসলাম লিখলে ইসলাম হয় না; ইসলাম হতে হবে আমলে, ইসলাম হতে হবে আকিদায়।
তিনি সবাইকে বুঝে-শুনে এগোনোর আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। অতএব, যে ব্যক্তি সুদ খায় বা সুদকে হালাল মনে করে, তার সঙ্গে চলাও জায়েজ নয়। অথচ এক শ্রেণির মানুষ ইসলামের নামে, দীনের নামে সুদকে হালাল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অনেকে ইসলামের শাসন চায়, হজরত ওমর (রা.) -এর শাসন চায়। হজরত ওমর (রা.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের একজন। তিনি রাতের আঁধারে একা একা ঘুরে প্রজাদের খোঁজখবর নিতেন। অথচ আমরা এসি ঘরে বসে আরামে থেকে ওমরের শাসন চাই। ইসলাম এত সহজ নয়।
তিনি বলেন, আমার কথায় কে খুশি হলো, কে বেজার হলো, তা দেখার সময় নেই। আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই। শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, ছারছীনা শরীফের বাহরে শরিয়ত মোজাদ্দেদে জামান আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর প্রথম এবং আলহাজ আব্দুর রউফের পঞ্চম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়।


