লক্ষ্মীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করায় জামায়াতের এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তফসিল ঘোষণার পর সভা সমাবেশের আয়োজন করা নির্বাচনী আইনে আচরণবিধি লঙ্ঘন। প্রায় ২০০ লোক নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। তার এক সমর্থক ছিল। সমাবেশ আয়োজনে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার বিকেলে পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ঘটনাস্থলে অভিযান চালায়।


