ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিশন। তারা হলেন— সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

এই দুইজন ছাড়াও আরো ৫ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। তারা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *