‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিকের ওপর খেপলেন ম্যাজিস্ট্রেট

চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) মো. শাহাজান আলীকে ‘ভাই’ বলে সম্বোধন করায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় এই ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ ডাকার বাধ্যবাধকতা না থাকলেও বিচার বিভাগীয় একজন কর্মকর্তার এমন আচরণে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম সপরিবারে দর্শনা বন্দর এলাকায় ভ্রমণে যান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন নবনিযুক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহাজান আলী। ওই সময় সেখানে উপস্থিত চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম লিটন ম্যাজিস্ট্রেট শাহাজান আলীকে ‘ভাই’ বলে সম্বোধন করেন।

এতে তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেট বলেন, ‘আপনি তো সাংবাদিক, একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে ভাই বললেন! সম্মান করতে শেখেন।’ ম্যাজিস্ট্রেটের এমন মন্তব্য ও আচরণে উপস্থিত সকলে হতবাক হয়ে যান। ঘটনাটি জানাজানি হওয়ার পর সাংবাদিক ও সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

মো. শাহাজান আলী সম্প্রতি মেহেরপুর থেকে বদলি হয়ে চুয়াডাঙ্গায় যোগদান করেছেন। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায়।

উল্লেখ্য যে, চলতি বছরের ১০ জুলাই অন্তর্বর্তী সরকার এক নির্দেশনায় স্পষ্ট করে যে, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করার কোনো বাধ্যবাধকতা নেই। সেই প্রেক্ষাপটে একজন উচ্চপদস্থ বিচার বিভাগীয় কর্মকর্তার এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সাংবাদিক মহলে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *