কিছু তরুণের আবেগপ্রবণ কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করে দিয়েছেন লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar)। তিনি বলেন, দেশপ্রেম অবশ্যই প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের পথ না নেয়। বিএনপির এই নেতার দাবি, গত ১৭ ডিসেম্বর কিছু তরুণ তার নাম ব্যবহার করে একটি অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে যুক্ত হয়েছেন, যা তিনি দুঃখজনক বলে মন্তব্য করেন।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাবর এই প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, “দেশপ্রেমের আবেগে ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে কিছু তরুণ আমার নাম ব্যবহার করে কর্মসূচিতে জড়িয়েছেন—এটি দুঃখজনক।”
তিনি আরও বলেন, “দেশপ্রেম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি যেন রাষ্ট্রের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই বার্তায় স্পষ্টভাবে শান্ত ও সংযত আচরণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। বাবর আহ্বান জানান, “বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে।”


