ত্রয়োদশ সংসদ নির্বাচন: গণতন্ত্র মঞ্চের তিন নেতাকে বিএনপির গ্রিন সিগন্যাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ-এর শীর্ষ তিন নেতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক বৈঠকের পর এমন ইঙ্গিত মিলেছে।

গণতন্ত্র মঞ্চের একাধিক প্রভাবশালী নেতা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (Mahmudur Rahman Manna), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক (Saiful Haque), এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি (Jonaid Saki)-কে আসন ছাড় দিয়ে তাদের পক্ষে আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করবে বিএনপি।

জানা গেছে, মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ), সাইফুল হক ঢাকা-১২ এবং জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির সমর্থন পাচ্ছেন।

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নিজেই নিশ্চিত করে বলেন, “তারা আমাকে বগুড়া-২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে। তাদের এক সিনিয়র লিডার আমাদের দলের শীর্ষ নেতাকে আসন ছাড় দিতে রাজি হয়েছেন।”

একইভাবে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, “বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছে। আমরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছি।” তিনি আরও জানান, “গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের বিষয়টি নিয়ে বিএনপি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মঞ্চ বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত মত জানাবে।”

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) আসন বণ্টনের বিষয় নিয়ে আরেক শরিক জোট ১২ দলীয় জোট-এর সঙ্গেও আলোচনা করে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একক প্রার্থী দিয়ে বৃহত্তর বিরোধী ঐক্য ধরে রাখতে বিএনপি ও তার মিত্ররা একটি কৌশলগত ধাপে এগোচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *