রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হাতে নাজেহাল হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর।
বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাংচুর ও আগুন দিলে সেখানে যান সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরল কবীর। সেখানে হামলাকারীদের থামাতে গিয়ে তাদের তোপের মুখে পড়েন তিনি।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেগুলোতে দেখা যায়, তাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিচ্ছেন এক যুবক। ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিও দেওয়া হয়। তাকে ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতেও দেখা যায়।
এদিন রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের একটি অংশ ফার্মগেটে ডেইলি স্টার ভবনে গিয়ে ইংরেজি দৈনিকটি ভাংচুর করে। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে সংবাদপত্রটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েছেন।
এ খবরে সেখানে গিয়ে ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর।


