গণমাধ্যম কার্যালয়ে হা’\ম’\লা’\র ঘটনায় গভীর দুঃখপ্রকাশ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের

দ্য ডেইলি স্টারপ্রথম আলো কার্যালয়ে হা’\ম’\লা, ভা’\ঙ’\চু’\র ও অ’\গ্নি’\সং’\যোগের ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই অনুশোচনা প্রকাশ করেন।

প্রেস সচিব লিখেছেন, “গতকাল রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বারবার আতঙ্কিত ও কান্নাজড়ানো সাহায্যের ফোন পেয়েছি। কিন্তু সেই মুহূর্তে আমি তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছি, এজন্য আমি গভীরভাবে দুঃখিত।”

তিনি জানান, সাহায্যের জন্য তিনি ‘যথাযথ ব্যক্তিদের’ কাছে একাধিকবার ফোন করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত সহায়তা সময়মতো পৌঁছায়নি। এই ব্যর্থতার দায় নিয়ে তার লেখায় উঠে আসে প্রবল অনুতাপ।

শফিকুল আলম আরও জানান, “ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা এবং তারা নিরাপদে আছেন—এমন খবর পাওয়ার পর ভোর ৫টায় আমি ঘুমাতে যাই। কিন্তু ততক্ষণে দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুইটি হা’\ম’\লা ও অ’\গ্নি’\সং’\যোগ সংঘটিত হয়ে গেছে।”

নিজের আবেগকে প্রকাশ করে তিনি লেখেন, “আমি জানি না কীভাবে আপনাদের সান্ত্বনা দেবো। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলতে পারি—আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে পারতাম—তেমনটাই অনুভব করছি।”

এই ঘটনায় দুইটি দেশের প্রধান সংবাদমাধ্যমে যেভাবে সহিং’সতা চালানো হয়েছে, তা গণমাধ্যম স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর এক ভয়ঙ্কর আঘাত বলে মনে করছেন বিশ্লেষকেরা। প্রেস সচিবের এই দুঃখপ্রকাশ এবং দায় স্বীকার সমাজে এক আলাদা আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *