দেশে ফিরে প্রথমেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন তারেক রহমান

দেশে ফিরে প্রথমেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান—এমনটাই জানিয়েছে দলীয় সূত্র। ঢাকায় অবতরণের পর যে কোনো সময় তিনি শেরেবাংলা নগরে গিয়ে বাবার মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার মাজার জিয়ারতের সম্ভাবনা রয়েছে।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরের অদূরে তিনশ ফুট সড়কে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীবাসীর জনদুর্ভোগ এড়াতে ওই সড়কটি বেছে নেওয়া হয়েছে। সংবর্ধনাকে ঘিরে বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি।

এদিকে দুই সপ্তাহ শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পাশে থাকার পর ডা. জোবাইদা রহমান শনিবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৮টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন ডা. জোবাইদা রহমান এবং চিকিৎসা কার্যক্রম তদারকিতে যুক্ত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ডা. জোবাইদা রহমান লন্ডনে ফিরে গেছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরবেন।

১৭ বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ দুপুরে তিনি অবতরণ করবেন বলে জানানো হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যে ট্রাভেল পাস পেয়েছেন তিনি।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক করছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এর অংশ হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঢাকা ও আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সাংগঠনিক ইউনিটের ‘সুপার ফাইভ’-এর সঙ্গে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে। শনিবার বিকাল সাড়ে ৪টায় নয়াপল্টনের ভাসানী ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা।

এছাড়া, প্রত্যাবর্তন উপলক্ষে শনিবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত এবং খালেদা জিয়ার লালিত গণতন্ত্র নিয়ে তারেক রহমান দেশে ফিরছেন—তার আগমন মানেই গণতন্ত্রের প্রত্যাবর্তন।

একই সভায় ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে এবং এটি হবে ইতিহাসের এক স্মরণীয় সংবর্ধনা।

এদিকে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভের উদ্যোগ নেওয়া হয়েছে। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরা হবে ঐতিহাসিক এবং তা স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *