দীর্ঘ ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তারেক রহমান (Tarique Rahman), যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (BNP)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। তাঁর এই ‘ঐতিহাসিক’ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় অঙ্গনজুড়ে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
এই প্রেক্ষাপটে আগামীকাল ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল (Dhaka University Chhatra Dal)-এর উদ্যোগে এক স্বাগত ও শুভেচ্ছা মিছিল আয়োজন করা হয়েছে। মিছিলটি শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে এবং পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিএনপিপন্থী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা প্রস্তুতি চলছে, যা ২৫ ডিসেম্বর ঘিরে আরও বেগবান হচ্ছে। ঢাকায় আয়োজিত এই মিছিলকে সেই প্রস্তুতিরই অংশ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।


