নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)-এ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত কেবল নির্ধারিত যাত্রীরা প্রবেশ করতে পারবেন। যাত্রী ব্যতীত সহযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিমানবন্দরের নির্বাহী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানান। সেখানে বলা হয়, “যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ২৪ ঘণ্টার বিশেষ সময়কালে বিমানবন্দর এলাকায় কেউ যেন অহেতুক ভিড় না করেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বাড়তি আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, তার আগমনকে কেন্দ্র করেই এই বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বিমানবন্দরে যাতায়াতকারীদের এ সময় সচেতন থাকার পাশাপাশি অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।


