দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। তাকে এক নজর দেখতে ভোলা থেকে সাইকেলে চড়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন স্থানীয় শ্রমিক দলের নেতা আব্বাস মিয়াজি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ভোলা প্রেস ক্লাবের সামনে থেকে আব্বাসের এই ব্যতিক্রমী যাত্রা শুরু হয়। তিনি ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড সভাপতি। পেশায় ট্রাকচালক এই নেতা তার প্রিয় নেতার জন্য ভালোবাসা থেকেই প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সংকল্প নিয়েছেন।
সাইকেলের সামনে-পেছনে জাতীয় ও বিএনপির দলীয় পতাকা, সামনে তারেক রহমানের ছবি যুক্ত একটি ফেস্টুন। তাতে লেখা:
“নেত্রী আমার খালেদা জিয়া, নেতা আমার তারেক ভাই, তাকে আমি বরণ করতে ভোলা থেকে ঢাকা যাই।”
এছাড়া আব্বাসের শরীরজুড়ে ধানের শীষ প্রতীক মোড়ানো পোশাক।
আব্বাস বলেন, “ছোটবেলা থেকেই বিএনপিকে ভালোবাসি। বাবা ছিলেন বিএনপির কর্মী। ১৬ বছর ধরে অগণিত মামলা, হামলা সত্ত্বেও দলের প্রতিটি প্রোগ্রামে উপস্থিত থেকেছি।” তিনি জানান, বর্তমানে তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান। একাধিকবার গপ্তভাবে প্রোগ্রামে যোগ দিতে হয়েছে আওয়ামী লীগের ভয়ে।
“এই সাইকেল যাত্রা সেই ভয়কে জয় করার প্রতীক,” বলেন আব্বাস। তার ভাষ্য, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ভয়ে ভয়ে রাজনীতি করেছি, এবার সাহস নিয়ে প্রিয় নেতাকে স্বাগত জানাতে যাচ্ছি।”
আব্বাস বিশ্বাস করেন, তার এ ত্যাগ ও ভালোবাসা যদি প্রিয় নেতার এক নজর দেখতে সাহায্য করে, তাহলে তার সমস্ত কষ্ট সার্থক হবে।
ভোলার সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীরাও আব্বাসের এ সাহসিক যাত্রাকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন, যা রাজনীতির মাঠে এক ধরনের প্রতীকী বার্তা বহন করছে।


