সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে সুমন (২৪) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সীমান্তের ২৩০ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক সুমন পোরশা উপজেলার নিতপুর পুরাতন বাজারের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্টু কামারের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অসাবধানতাবশত সীমান্তের কাছাকাছি এলাকায় চলে গেলে ভারতীয় সীমান্তের স্থানীয় লোকজনের সহযোগিতায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভারতের জগজীবনপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই ক্যাম্পেই আটক রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। আটক বাংলাদেশি নাগরিককে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সীমান্ত ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে সুমন আটক হওয়ার খবরে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সমন্বয়ের মাধ্যমে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *