গণঅধিকার ছাড়ছেন রাশেদ খাঁন, ধানের শীষে লড়বেন বিএনপির প্রার্থী হয়ে

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন (Rashed Khan) শিগগিরই বি’\এন’\পি–তে যোগ দিচ্ছেন এবং দলটির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ঝিনাইদহ-৪ আসন থেকে প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হলেও নির্বাচনী কৌশল ও প্রতীক নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকার লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

গণঅধিকার পরিষদের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “রাশেদ খাঁনের সিদ্ধান্ত পুরোপুরি কৌশলগত। তিনি বুঝেছেন, বি’\এন’\পি’র সাথে সরাসরি যুক্ত না হলে এই আসনে জয় পাওয়া কঠিন হবে।”

সূত্র আরও জানায়, রাশেদের পদত্যাগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং তারপরে বি’\এন’\পি–তে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ উপলক্ষে একটি যোগদান অনুষ্ঠানও শিগগির অনুষ্ঠিত হতে পারে।

গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও এখন চলছে আলোচনা। দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ (Abu Hanif) বলেন, “গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক কে হবেন, তা নির্বাহী পরিষদ এবং উচ্চতর পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এই আসনে গণঅধিকারের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আর ট্রাক মার্কার রাশেদ খাঁনকে সমর্থন দিয়েছে এমন খবরে রাস্তায় নামে বিএনপি’র নেতা কর্মীরা ।

কিন্তু বিএনপির স্থানীয় অনেকে এতে ক্ষুব্ধ, তারা রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণার পাশাপাশি প্রার্থী বদলের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল করেছেন।

এই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং জেলা বিএনপির নেতা মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা কাফনের কাপড় পড়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ করেন। উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *