মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় উপস্থিত হন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। রাত ১০টা ৪ মিনিটে তিনি সাভারের স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন।
তার সঙ্গে ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী। স্মৃতিসৌধে দাঁড়িয়ে তারা একসাথে বীর শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে বিকেলে বিএনপি’র পক্ষ থেকে নিয়ম অনুযায়ী স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তবে তারেক রহমানের রাতে সরাসরি আগমনের খবরে পুরো এলাকা ভরে ওঠে উৎসবমুখর পরিবেশে। সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন হাতে সেখানে জড়ো হন।
তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সাভার স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় পুলিশ, বিজিবি (BGB), আনসার ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় (Goyeshwar Chandra Roy), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (Lutfuzzaman Babar), কেন্দ্রীয় সহপরিবার কল্যাণ সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (Dr. Dewan Mohammad Salauddin Babu)–সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে তারেক রহমান তার বাবা, বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman)–এর মাজারে জিয়ারত করেন।


