“ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই, আমি তার সম্মানে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) এবার সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন। রোববার (২৮ ডিসেম্বর) তিনি নিজেই ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

এই আসনটি বিএনপি শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টি (BJP) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ (Andaleeve Rahman Partha)–কে দেওয়ার কথা ছিল। তবে তারেক রহমানের নির্বাচন করার সিদ্ধান্ত জানার পরই পার্থ সম্মানসূচকভাবে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

পার্থ বলেন, “ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই। আমি তার সম্মানে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।”

তিনি আরও জানান, তিনি নিজ এলাকা ভোলা-১ আসন থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ইতোমধ্যে মনোনয়নপত্রও দাখিল করেছেন।

রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই ঘোষণার পর ঢাকা-১৭ আসনে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহল ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৭ কে ঘিরে এখন নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *